ডেস্ক রিপোর্ট: মনোনয়ন প্রত্যাহারের পালা শেষ। আজ প্রতীক বরাদ্দ। বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে গতকাল ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। যারা প্রত্যাহার করেছেন তাদের সকলেই কাউন্সিলর প্রার্থী। ফলে ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৬৫ জন প্রার্থী প্রতীক নিয়ে চূড়ান্ত লড়াইয়ে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০টি ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আজ শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন ৭ নং ওয়ার্ডের শেখ মো. আলম, ২৪ নং ওয়ার্ডের মো. কাওসার হোসেন শিপন, ১ নং ওয়ার্ডের সৈয়দ সাইদুল হাসান মামুন, ১৬ নং ওয়ার্ডের মো. জায়েদ খান, ১৭ নং ওয়ার্ডের মো. নুরুল ইসলাম সরদার, ২৭ নং ওয়ার্ডের মো. আব্দুল আলীম বাবুল, ১৪ নং ওয়ার্ডের তৌহিদুর রহমান ছাবিদ, ২১ নং ওয়ার্ডের ওয়াহিদুর রহমান সবুজ, ১৯ নং ওয়ার্ডের শেখ ফেরদৌস ইসলাম, ১৩ নং ওয়ার্ডের মেহেদী হাসান, ২৯ নং ওয়ার্ডের মিজানুর রহমান মিজান, ২১ নং ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার, ২২ নং ওয়ার্ডের মো. হাবিবুল্লাহ, ২ নং ওয়ার্ডের নাসিমা নাজনীন, ২২ নং ওয়ার্ডের আ ন ম সাইফুল আহসান আজিম, ৫ নং ওয়ার্ডের মো. মাইনুল হক, ২ নং ওয়ার্ডের এস এম মাকীন আবেদিন, ১ নং ওয়ার্ডের জিহাদুল ইসলাম জেহাদ, ২৫ নং ওয়ার্ডের মোহাম্মদ মো. আলামিন মৃধা, ২৪ নং ওয়ার্ডের মো. মনির হোসেন গাজী, ২৬ নং ওয়ার্ডের মো. জিয়াউর রহমান তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।