More

    নিশ্চয়তা দিচ্ছি ইসি কঠোর অবস্থানে: বরিশালে সিইসি

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠ সুন্দর ভোট সম্পন্ন করতে আমরা বদ্ধ পরিকর। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভোট নিশ্চিত করতে ইসি অঙ্গিকারাবদ্ধ। এমন দৃঢ় অঙ্গিকারের কথা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতকার বরিশালে বলেন- নিশ্চয়তা দিচ্ছি এসব কাজ করতে ইসি কঠোর অবস্থানে। তিনি রাতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী, আইন-শৃংখলা বাহিনী ও গনমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

    বরিশালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভায় সিইসি বলেন-  বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত হবে। তিনি কঠোর হুশিয়ারী দিয়ে বলেন-এখানে কোন মাস্তানী সহ্য করা হবেনা। এমন কোন কিছু চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

    নির্বাচনকে প্রতিদন্ধীতা পূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রার্থী ছাড়াও তাদের পোলিং এজেন্টদের দায়িত্বে অবহেলার কথাও স্মরন করিয়ে দেন। সিইসি প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব পালনে পরিপূর্ণ সচেতন হবার নির্দেশ দিয়ে কোন ধরনের অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহনেরও হুশিয়ারী উচ্চারন করেন। তিনি প্রার্থীদের ভোটের দিন সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন, শুধু ইসি ও আইন-শৃংখলা বাহিনীর চেষ্টায় ভোট সুষ্ঠু হবে না। প্রার্থীদেরও সচেষ্ট থাকতে হবে।

    আগামী ১২ জুন  অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশনের ৫ম নির্বাচনের পূর্বে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষনে এসে শণিবার রাতে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রার্থী, আইন-শৃংখলা বাহিনী ও গনমাধ্যম কর্মীদের সাথে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য রাখছিলেন। বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাঙ্গীর আলম,বরিশাল রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সভায় বক্তব্য রাখেন। সভায় নগরীর ৩০টি ওয়ার্ডের প্রার্থীরা ছাড়াও মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, মুফতি ফয়জুল করিম, প্রকৌশলী ইকবাল হোসেন তপাস , মিজানুর রহমান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী আলী হোসেনও বক্তব্য রাখেন।

     

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...