More

    নির্বাচনে অংশ নেয়া ১৯ নেতা কর্মির তালিকা কেন্দ্রীয় বিএনপি’র কাছে

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেনা বিএনপি। এমন সিদ্ধান্তকে উপেক্ষা করে বেশ কিছু বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মি অংশ গ্রহন করেছে এ নির্বাচনে। এমন ১৯ নেতা-কর্মির তালিকা কেন্দ্রে পাঠিয়েছে বরিশাল মহানগর বিএনপি।

    দলের মহানগর সূত্র জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারে কেন্দ্রীয় বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা হচ্ছেন- মেয়র প্রার্থী বরিশাল সিটির সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামালের ছেলে মো. কামরুল আহসান রুপন অন্যতম। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে রয়েছেন – ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও বিএনপির মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, ১৯ নম্বর ওয়ার্ড থেকে যুগ্ম আহ্বায়ক শাহ মো. আমিনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য মো. সেলিম হাওলাদার, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আব্দুল্লাহ সাদি।

    এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ নম্বর ওয়ার্ড থেকে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে রাশিদা পারভীন প্রার্থী হয়েছেন।

    পদ না থাকলেও নির্বাচনে অংশ নিচ্ছেন ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফারুক, ৪ নম্বর ওয়ার্ডে মো. ইউনুস, ১৫ নম্বর ওয়ার্ডে মো. সিদ্দিকুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে জেসমিন সামাদ, ২৪ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ডে ফরিদউদ্দিন হাওলাদার, ২৮ নম্বর ওয়ার্ডে হুমায়ন কবির ও সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে মহিলা দলের মজিদা বোরহান।

     

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...