গত ২৮শে জুন রবিবার দুপুরে বরিশাল পলিটেকনিকের ৭ম পর্বের শিক্ষার্থী রিদয় শিকদার ল্যাব ক্লাশরত অবস্থায় সিলিং ফ্যান মাথায় পরে আহত হয়। সাধারন রক্ত ক্ষরন হলেও বড় কোন ক্ষতি বা গুরুতর আহত হননি। তার মতে অনেক বড় বিপদ থেকে বেচেছেন উনি। ক্ষয়-ক্ষতি আরো বাড়তে পারতো। ইন্সটিউটের শিক্ষার্থীরা এই ঘটনায় আতঙ্কিত।