ডেস্ক রিপোর্ট: হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আজ দুপুরে বরিশালের পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়।
বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, ফোনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। ফোনগুলো চুরি করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়েছিলো। ফলে প্রকৃত চোর বা ছিনতাইকারীদের ধরা কিংবা সনাক্ত করা সম্ভব হয়নি।
বরিশালের বানারীপাড়ার সাইফুল ইসলাম সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জানানা, তিনি কখনো ভাবেননি হারিয়ে যাওয়া ফোনটি তিনি ফেরত পাবেন। একই প্রতিক্রিয়া জানিয়েছেন মোবাইল ফোন ফিরে পাওয়া কাজিরহাটের মরিয়ম বেগম। তিনি বলেন, ফোনটি ফিরে পাবার আসা একদম ছেড়ে দিয়েছিলাম। পুলিশ ২মাসের চেষ্টায় ফোনটি খুঁজে এনে ফেরত দিয়েছেন তা ভাবতেই অবাক লাগছে। পুলিশ জানিয়েছে, গত এক মাসে বরিশাল থেকে ৩০টি ফোনগুলো হারিয়ে গিয়েছিলো।