স্টাফ রিপোর্টার:আসন্ন ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০মে মঙ্গলবার বেলা সারে ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত কর্মকর্তারা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্ব-কর্তব্য ও করণীয় সংক্রান্ত দিক-নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার, ল্যাফটেনেন্ট কর্ণেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, কমান্ডিং অফিসার র্যাব-৮, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম সহ-নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ