মঙ্গলবার (৩০ মে) বিকেলে নগরীর ১৩ নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দার সিএন্ডবি রোডের ১ নম্বর পুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের হেমায়েত সরদারের ছেলে নাঈম সরদার (২১) ও একই এলাকার সুবাহান সরদারের ছেলে ইমন সরদার (২৩)।
বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।