খান মনিরুজ্জামান: আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলা ও মহানগরীর ইমাম,মুয়াজ্জিন ও আলেম ওলামাদের সাথে মত বিনিময় সভা করেছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী বঙ্গবন্ধু’র ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ্ (খোকন সেরনিয়াত)।
আজ ৩১ মে বুধবার,সকাল- ১০ টায় নগরীর বিএম স্কুলের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) বলেন, দ্বীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত এই বরিশাল নগরী। বরিশালের উন্নয়নের স্বার্থে, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বরিশাল গড়তে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
তিনি বলেন, আমাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে বরিশাল হবে শান্তির নগরী। আর আপনারা পাবেন সন্মান ও যথাযোগ্য মর্যাদা। মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ্ মতবিনিময় সভায় উপস্থিত ইমাম,মুয়াজ্জিন, আলেম, ওলামাদের ভোট ও সহযোগিতায় কামনা করেছেন।
মতবিনিময় সভায় বরিশাল জেলা ও মহানগর’র নেতৃত্ব স্থানীয় ইমাম,মুয়াজ্জিন আলেম-ওলামাগণ ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।