আগৈলঝাড়া প্রতিনিধি : আগৈলঝাড়ায় অবৈধভাবে স্থাপন করা করাতকলকে জরিমানা করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে এসব করাত কলের বিরুদ্ধে করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, করাত কলের লাইসেন্স না থাকায় উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও কয়েকবার এইসব করাতকলের বিরুদ্ধে অভিযান করলেও তারা আবারও করাতকলের কার্যক্রম অব্যাহত রাখে। যার কারনে এই সব করাতকলকে জরিমানা করা হয়। এসময় লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে রাখার নির্দেশ দেয়া হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা বন কর্মকর্তা স্বপন দাস জানান, অবৈধ ও অনুমোদনবিহীন করাত কলের তালিকা জেলা ও উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। করাত কল মালিকদের সর্তক করে নোটিশ পাঠানো হয়েছে। তারপরও তারা লাইসেন্স এর জন্য আবেদন করেননি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা স্বপন দাস, পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আলী হোসেনসহ আনসার সদস্যরা।