More

    হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার অভিযোগ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশ নির্বাচনে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আসাদুজ্জামান।

    বৃহস্পতিবার এক লিখিত অভিযোগে তিনি জানান, হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের শতাধিক প্রচার মাইকে গান বাজিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা হচ্ছে। এতে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ছে।

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

    অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা মো: হুমায়ুন কবির বলেছেন, অভিযোগটি পেয়েছি। আমরা ঘটনাটির তদন্ত করে ব্যবস্থা নেব।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের...