More

    সিটি নির্বাচনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানিয়েছে, বরিশাল, খুলনা সিটি করপোরেশন এলাকায় ভোট গ্রহন আগামী ১২ জুন। এজন্যে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কথা জানিয়ে চিঠি দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে।
    চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহন। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী ভোট গ্রহনের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ জুন দিবাগত মধ্যরাত থেকে ১২জুন দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক,বাস, মাইক্রোবাস, মিনিবাস, পিকআপ, জিপ,কার ও ইজিবাইক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিষেধাজ্ঞা থাকবে মোটরসাইকেল চলাচলের উপর। ১০ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ জুন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...