More

    ঢাকা থেকে চুরি হওয়া পিস্তল গৌরনদীতে উদ্ধার, আটক ১

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : চার বছর আগে এক সেনা কর্মকর্তার পিস্তল চুরি হয়েছিলো। সেটি শনিবার রাতে উদ্ধার হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রাম থেকে। উদ্ধার করেছে পিবিআই ঢাকার উদ্ধার গ্রেফতার করা হয়েছে তারেক হাওলাদা নামের এক যুবককে। সে বাটাজোরের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

    ঢাকা সেনানিবাস এলাকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো: সামসুল হুদার বাসা থেকে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর চুরি হয় পিস্তল, নগদ টাকা ও স্বর্নালংকার।
    এ ঘটনায় ভাসানটেক থানায় মামলা হলে ২০২০ সালের ৮মার্চ পিবিআই-কে দায়িত্ব দেয়া হয় তদন্তের। পিবিআই’র তদন্ত দল শনিবার রাতে অভিযান চালিয়ে তারেক হাওলাদারকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির রান্নাঘরের মাটির সাড়ে তিন ফুট নিচ থেকে পিস্তলটি উদ্ধার করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...