ঝালকাঠি প্রতিবেদক: আমদানী নির্ভরতা কমিয়ে উৎপাদন বৃদ্ধির জন্য সরকার তৈল জাতীয় ফসলের আগামী তিন বছরের মধ্যে ৪০% উৎপাদন বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কৃষকদের বিভিন্ন ধরণের ও বহুমূখী প্রনোদনা দিয়ে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। ঝালকাঠি জেলায় বিগত বছরের চেয়ে দিগুন তৈল জাতীয় ফসলের উৎপাদন হয়েছে। তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবছর জেলায় ৫জন তৈল জাতীয় ফসল উৎপাদনকারী ৩জন কৃষককে নগদ অর্থ প্রদান ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় প্রায় শতাধিক কৃষকদের উপস্থিতিতে ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়িতে আনুষ্ঠানিকভাবে কৃষকদেরকে পুরস্কৃত করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় পুরস্কার প্রাপ্ত কৃষক মোঃ শামিম আহম্মেদ, অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকাদর ও ইসরাত জাহান মিলি বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলায় এ বছর ৮০৫ হেক্টরে সরিষা, ২৬৭ হেক্টরে সূর্যমুখি, ৮৮৬ হেক্টরে তিল ও ১৩৫ হেক্টরে চিনা বাদাম চাষ হয়েছে। বিগত বছরে এর পরিমাণ ছিল সরিষা ৪২০ হেক্টর, ১৮৫ হেক্টরে সূর্যমুখি, ৩৯২ হেক্টরে তিল ও ১৩২ হেক্টরে চিনা বাদাম চাষ হয়েছিল।
