ঐতিহাসিক ছয় দফা দাবি দিবস উপলক্ষে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় টাউন হলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুব লীগ আহবায়ক রেজাউল কমির
জাকির, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।