রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ
এক নারীর এক ফুলে দেহ জোড়া লগানো দুইটি কন্যা সন্তানের জন্ম হয়েছে
বুধবার দুপুরে ১২ টার সিজারিয়ান সেকশনের মাধ্যমে জমজ বাচ্চার জন্ম হয়।বরগুনার শেফা ডায়গনস্টিক সেন্টার এন্ড হসপিটালে।মাহমুদ (২৪) নামের এক নারী দুই কন্যা সন্তানের জন্ম দেন। মাহমুদ বরগুনা জেলার বেতাগী উপজেলা কাজিরাবাদ গ্রামের বাসিন্দা।
পরিবারের সূত্রে জানা গেছে জমজ বাচ্চার বাবা মোঃ বাদশা মিয়া গামেন্ট কর্মী তার আয় খুব সীমিত তাই উন্নাত চিৎকিসার জন্য সবার সহযোগিতা চাইছে জমজ বাচ্চার মামা।
জমজ বাচ্চার নানী বলেন,আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই! ডাঃ ম্যাডাম বলছে উন্নাত চিকিৎসার জন্য ঢাকা নিতে হবে। তাই সরকার এবং জেলা প্রশাসন এর কাছে সহযোগিতা চাচ্ছি। নাতিদের জেনো স্বাভাবিক করতে পারি।
জমজ বাচ্চার দাদি বলেন, প্রসব ব্যাথা উঠলে দেরি না করে এ্যাম্বুলেন্স করে শেফা ডায়গনস্টিক হসপিটানে নিয়ে আসি এবং সিজার করার পর দেখি জোড়া লাগানো দুইটা জমজ কন্যা সন্তান হয়েছে, তবে এর আগে আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে তখন জমজ বাচ্চা হবে সেটা বোজা গেলেও দেহ জোড়ানো বাচ্চা হবে সেটা বোজা যায় নায় না।
গাইনী সার্জন ডা. ফাতিমা ডারোথী অপারেশন করে যমজ ওই দুটো শিশুর জন্ম দিয়েছেন।
ডাঃ ফাতিমা ডারোথী বলেন,বিভিন্ন কারণে জোড়া লাগানো শিশু দুইটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে ভালো হবে। সেখানকার সার্জারি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবেন।এতে আমরা খুব বিস্মিত হয়ে যাই। আমি এরকম কখন দেখি নাই।