More

    বিএনপি নেতা সাহেদের উদ্যোগে পাথরঘাটা হাসপাতালে আসলো ইসিজি মেশিন

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি- বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটার আড়াই লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ পরীক্ষার জন্য অত্যাবশ্যক ইসিজি (হার্ট ক্রিয়া পরীক্ষা) মেশিন বিহীন অবস্থায় ছিলো। এর ফলে প্রতিদিন অসংখ্য রোগীকে চিকিৎসার জন্য বরগুনা সদর কিংবা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হতো।

    অবশেষে জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে ইসিজি মেশিন সরবরাহ করলেন পাথরঘাটা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক চিকিৎসকের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইসিজি মেশিন হস্তান্তর করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বদিউজ্জামান সাহেদ বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার।

    দীর্ঘদিন ধরে হার্ট রোগীরা কষ্ট পাচ্ছিলেন-এটা জানার পরই আমি নিজের উদ্যোগে ইসিজি মেশিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। এটা যদি অন্তত একজন মানুষের জীবন বাঁচাতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেশিনটি গ্রহণকালে বলেন,“পাথরঘাটার মানুষের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ সংযোজন। সরকারি বরাদ্দের অপেক্ষায় থেকে যে সেবা বিলম্বিত হচ্ছিল, বদিউজ্জামান সাহেদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

    এছাড়া স্থানীয় জনগণও এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ থাকলে সরকারি স্বাস্থ্যসেবার ঘাটতি অনেকটাই পূরণ সম্ভব।” উল্লেখ্য, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন।

    দীর্ঘদিন ধরে ইসিজি মেশিন না থাকায় হৃদরোগীদের সঠিক ও তাৎক্ষণিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা। বদিউজ্জামান সাহেদের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন এলাকার সাধারণ মানুষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সিলেট টেস্টে ২৮৬ রানে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ, ব্যাট করছে বাংলাদেশ

    সিলেটে সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশের বিপক্ষে ২৮৬ রানে ১ম ইনিংস শেষ করেছে আয়ারল্যান্ড। এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে...