More

    বরগুনায় সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগের ডাকা লক ডাউনে বরগুনায় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা।

    তবে সীমিত পরিসরে বরগুনা-বরিশাল রুটে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। যার ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন মালিক ও শ্রমিকের পক্ষ থেকে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের কারণে তারা বাস ছাড়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, ‘এত দামি গাড়ি রাস্তায় নামালে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে অনেক মালিক নিঃস্ব হয়ে যাবেন।

    পাশাপাশি গাড়ির যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হবেন। এসব আতঙ্কের কারণেই সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।’ তবে বিকালের দিকে পরিস্থিতি ভালো দেখা গেলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। ভুক্তভোগী যাত্রীরা বলেন, ‘আজ গাড়ি চলাচল এভাবে বন্ধ করে দেবে আমরা বুঝতে পারিনি।

    অনেক দূর থেকে এসে এখন দেখি বাস ছাড়বে না, আবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে।’ বাস মালিক সমিতির সদস্য কবির মিয়া বলেন, ‘আওয়ামী লীগের ডাকা লক ডাউনের কারণে সকাল থেকে আমরা দূরপাল্লার কোনও বাস ছাড়িনি।

    প্রতিটি বাসের মূল্য অনেক টাকা, সেই বাসে আগুন দিলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো। তবে পরিস্থিতি ভালো দেখলে বিকাল থেকে গাড়ি ছাড়া শুরু করবো।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে বাবা-মায়ের সাথে অভিমানে;মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে বাবা-মায়ের সাথে অভিমানে বর্ণা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে...