ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত—২০১৩ বাস্তবায়ন) জেলা ট্রাস্কফোর্স কমিটির ত্রৈ—মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি ও মানব সম্পদ) সোহেল রানা সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন পুষ্টিবিষয়ক ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সুলতান আহম্মেদ খান, জেলা তথ্য অফিসার আহসান কবির, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ—পরিচালক মশিউর রহমান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন ডাঃ তাওহিদ আহম্মেদ। সভায় সিভিল সার্জন কাযার্লয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকী, এনজিও জে ডি এস পরিচালক শাহ আলম খলিফা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মাদক নিয়ন্ত্রণে আইন বাস্তবায়ন করার জন্য ট্রাস্কফোর্স কমিটির কর্মতৎপরতাকে আরও গতিশীল করার আহবান জানানো হয়েছে।