More

    বরিশাল মহানগরে নাগরিক প্রত্যাশা নিয়ে সংলাপ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক:  সবার জন্য একটি নাগরিক-বান্ধব বরিশাল মহানগরীর লক্ষ্যে ‘নাগরিক প্রত্যাশা’ প্রকাশ করা হয়েছে। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্প -এর আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটি নাগরিক সংলাপের মাধ্যমে নাগরিকদের এই প্রত্যাশাগুলো তুলে ধরে। বৃহস্পতিবার সকালে নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে এই প্রত্যাশা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগরের নাগরিকরা, বিশেষ করে যুব, নারী এবং প্রান্তিক জনগণ আরও সার্বজনীন এবং দায়িত্বশীল সিটি কর্পোরেশন প্রত্যাশা করেন।
    নগরীর নিরাপত্তা, নারী, যুব ও শিশু-বান্ধব নগরী, সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক শহর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী, টেকসই অবকাঠামো নির্মাণ ও নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা বিষয়ে নাগরিক প্রত্যাশাগুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়।
    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান ৩ রাজনৈতিক দলের (আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পাটি) সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গ, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী প্রভৃতি জনগোষ্ঠির প্রতিনিধিবৃন্দ।
    অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভঙ্কর চক্রবর্তী বলেন, “এই সংলাপ আয়োজনের মাধ্যমে আমরা নাগরিক প্রত্যাশাগুলোকে তুলে ধরতে চাই। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ এই আয়োজনকে প্রাণবন্ত করছে।”

    তৃতীয় লিঙ্গের প্রতিনিধি কাজলি বলেন,” আমরা সাধারণত নিজেরা থাকি বিচ্ছিন্ন দলভুক্ত হয়ে। এখানে এসে সকলের সাথে মিশে খুব ভালো লাগছে। আমরা সকলের সাথে মিলে বরিশালের উন্নয়নে থাকতে চাই।”
    বাংলাদেশ অর্থনীতি সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান খান বলেন, ”নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং জনগণকে নিয়ে মুক্ত আলোচনার ব্যবস্থা করতে হবে। এছাড়াও ৩০টি ওয়ার্ডের নাগরিক সেবাকে বিকেন্দ্রীকরণ করতে হবে।” তিনি আরও বলেন, ”সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ পরিচালনা ব্যবস্থা শক্তিশালী হলে নাগরিক সেবা আরো উন্নত হবে।
    সমাপনী বক্তব্যে শিক্ষাবিদ শাহ সাজেদা বলেন, “আজকের অনুষ্ঠানে যা আলোচনা হয়েছে তা একটি গবেষণা-পত্রের মত। আমরা আামাদের চিন্তার প্রকাশ ঘটিয়েছি, এখন এটির বাস্তবায়নের প্রত্যাশা করছি।”
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল -এর সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান।
    উল্লেখ্য গত ২৯ মে ২০২৩ তারিখে বরিশালে অনুষ্টিত এক নাগরিক সংলাপে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক প্রতিনিধিরা সিটি কর্পোরেশনের কাছ থেকে মূলত নিম্নলিখিত প্রত্যাশাগুলি তুলে ধরেছেন –
    নাগরিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে
    • চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে এলাকাভিত্তিক পুলিশি টহল বৃদ্ধি করা
    • সড়কবাতি নিশ্চিত করাসহ নগরীকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা
    • অপরাধে যুক্ত কিশোর গ্যাং প্রতিরোধে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা
    • সাইবার ক্রাইম রোধে ব্যবস্থা গ্রহণ করা
    • গণপরিবহনসহ সড়কে যাহবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা
    • সড়কের উপর নির্মাণসামগ্রী ফেলে রাখলে ব্যবস্থা গ্রহণ করা
    নারী, যুব ও শিশু-বান্ধব নগরী গড়ে তুলতে
    • বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীদের জন্য আলাদা করে বেবি সিটিং, ব্রেস্ট ফিডিং, নামাজ ও টয়লেট এর ব্যবস্থা নিশ্চিত করা
    • নারীদের জন্য কর্মজীবী হোস্টেল, মার্কেট প্লেস, বিনোদন ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা
    • নারী ও যুবদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও ট্রেড লাইসেন্স সহজীকরণ করা
    • বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
    • নগরীতে মাদক ব্যবহার বন্ধ ও মাদকের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মসূচি গ্রহণ করা
    • যুবদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের ব্যবস্থা করা
    • শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ, পুকুর ও নিরাপদ বিনোদনের ব্যবস্থা করা
    • সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি কাউন্সিলিং সেবা প্রদানের ব্যবস্থা করা
    • সুবিধা-বঞ্চিত শিশুদের শিক্ষা, আবাসন, চিকিৎসা ও ভাতার ব্যবস্থা করা
    • ঝুঁকিপূর্ণ শিশুশ্রমসহ সকল শিশুশ্রম নিরসন করা
    • ভিক্ষাবৃত্তিতে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করা
    নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরীর জন্য
    • নগর ব্যবস্থাপনায় স্বাস্থ্য কেন্দ্র চালু করা ও স্বাস্থ্যসেবায় হয়রানি দূর করা
    • সবার জন্য সুপেয় খাবার পানি সরবরাহ নিশ্চিত করা
    • শব্দ দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করা
    • পলিথিন ও প্লাস্টিক দ্রব্য ব্যবহারে নিরুৎসাহিত করে গ্রীন সিটি গড়ে তুলতে ব্যবস্থা গ্রহণ করা
    • পানিতে ডুবে মৃত্যু রোধে সকলের জন্য সাঁতার শিক্ষণের ব্যবস্থা করা
    • নদী খাল পুকুর ও জলাশয় দখলমুক্ত ও দূষণমুক্ত করা
    • ওষুধ কারখানাসহ কলকারখানার দূষণ রোধ করা
    • নগরীতে পর্যাপ্ত ডাস্টবিন -এর ব্যবস্থা করা ও নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং জলাবদ্ধতা দূর করা
    • অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে পানির সাপ্লাই লাইনের সাথে ফায়ার হাইড্রেন্ট বসানোর ব্যবস্থা করা
    • সকল রাস্তায় স্ট্রীট লাইটের ব্যবস্থা করা
    • খাল দখল মুক্ত ও পুনঃখনন করা
    • নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের স্থাস্থ্য ঝুঁকি কমাতে ব্যবস্থা গ্রহণ করা
    নাগরিক সেবা উন্নত করা
    • জন্মসনদ, মৃত্যুসনদ, ট্রেড লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, নকশা অনুমোদন ইত্যাদি সেবা পেতে নাগরিকদের ভোগান্তি দূর করা
    • নারী-শিশু-বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপন করা
    • প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল উপযোগী ফুটপাত ও ভবন নির্মান করা
    • অনলাইন নাগরিক সেবা প্রদানের ব্যবস্থা করা ও নগরীর গুরুত্বপূর্ণ স্থান ওয়াইফাই -এর আওতায় আনা
    • ভবঘুরেদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা
    • বৃদ্ধাশ্রম ও পথশিশু নিবাস প্রতিষ্ঠা করা
    • তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে উদ্যোগ গ্রহণ করা
    • যত্রতত্র পোষ্টার লাগানো রোধে নির্ধারিত স্থান নির্বাচন করা
    • ফুটপাত দখলমুক্ত করা
    টেকসই অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে
    • দক্ষ জনবল দ্বারা দীর্ঘ মেয়াদি নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা
    • ভবন নির্মাণে যথাযথ নিয়মনীতি বা বিল্ডিং কোড মানা সুনিশ্চিত করা
    • প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল উপযোগী ফুটপাত ও ভবন নির্মান করা
    • সুষ্ঠু ড্রেনেজ সিস্টেম তৈরি ও জলাবদ্ধতা রোধ করা
    • পরিকল্পিতভাবে রাস্তা তৈরি ও সংস্কারের ব্যবস্থা করা
    • খালের দুই পাড়ে ওয়াক ওয়ে তৈরি করা ও সৌন্দর্য বর্ধন করা
    • নগরীর যানজট নিরসনে ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু করাসহ রাস্তা প্রশস্ত করা ও ফুট ওভার ব্রিজ নির্মাণ করা
    • যানজট নিরসনে যানবাহনের স্ট্যান্ডগুলি জনবহুল এলাকা থেকে দূরে স্থাপন করা
    নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে
    • দুর্নীতিমুক্ত, দ্রুত ও জবাবদিহিমূলক নাগরিক সেবা নিশ্চিত করা
    • নাগরিক সেবার জন্য নায্য বরাদ্দ নিশ্চিত করা
    • নগর পরিচালনায় নাগরিকদের সম্পৃক্ত করে উন্নয়ন কাজ পরিচালনা করা
    • বিভিন্ন সেবাদাতার সংস্থার সেবার তালিকা হালনাগাদ করা ও প্রদর্শনের ব্যবস্থা করা
    • রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা
    • নগর ট্যাক্স নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং হয়রানি বন্ধ করা
    • ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও দুর্নীতি রোধে জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রণয়ন
    • সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণে ডিজিটাল উপস্থিতি গ্রহণের ব্যবস্থা করা
    • সিটি কর্পোরেশনের কর্মীদের নিয়োগে সচ্ছতা
    • ওয়ান স্টপ সার্ভিস চালু করা

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...