স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বরিশাল,মহানগর,জেলা উত্তর-দক্ষিন যুবদলের উদ্যোগে আজ ৯ জুন, শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় বরিশাল বিএনপি’র দলীয় কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয় সমাবেশ। পরে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এডভোকেট এইচ,এম,তসলিম উদ্দিন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু,মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর জেলা উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরকারের পদত্যাগের দাবি করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ-রাজনৈতিক মামলায় গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ- মুক্তির দাবি জানায়।