More

    বরিশালে বঙ্গবন্ধু কলোনিতে আগুন

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি ঘর সম্পূর্ণ এবং আরো ৪টি ঘর আংশিক পুড়ে যায়।

    বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ফায়ার সার্ভিস বলছে, তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত নিশ্চিত করা যাচ্ছে না।

    স্থানীয়রা জানান, শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু কলোনির মো. কালাম হাওলাদারের বাসা থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরাও ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে সহায়তা করেন।

    এদিকে খবর পেয়ে বরিশাল সদর ও নৌ ফায়ার স্টেশনের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু তার আগে। কালাম হাওলাদারের পাশের মলি বেগম, নয়ন ফকিরসহ ৪ জনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আরও ৪টি ঘর আংশিক পুড়ে গেছে।

    এ ছাড়া আগুন নেভাতে সাহায্য করতে গিয়ে ৩ জন দগ্ধ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেল্লাল উদ্দিন জানান, খবর পেয়ে প্রধান নৌ ফায়ার স্টেশনের পাশাপাশি আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ১টি ঘর আংশিক পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

    এদিকে বিষয়টি তদন্ত না করে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। সেলিম নামের স্থানীয় বাসিন্দার দাবি, মো: মোঃ কালাম হাওলাদারের বাসার বৈদ্যুতিক মিটার অংশে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান।

    এদিকে খবর পেয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...