More

    বরগুনায় উপ-নির্বাচনে স্বামীর মৃত্যুর পর কাউন্সিলর হলেন স্ত্রী!

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ

    বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তরিকুজ্জামান টিটুর স্ত্রী আফরোজা পারভীন। এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

    নির্বাচনে ১ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উটপাখি মার্কার আফরোজা পারভীন। তার প্রতিদন্দ্বী প্রার্থী পাঞ্জাবি মার্কার আখতারুজ্জামান নাসির পেয়েছেন ৮২৪ ভোট। জানা যায়, ২০২১ সালের বরগুনা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব তরিকুজ্জামান টিটু। ওই নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। এরপর চলতি বছরের জানুয়ারিতে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

     এরপর এই ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সাবেক কাউন্সিলর তরিকুজ্জামান টিটুর স্ত্রী আফরোজা পারভীনের প্রতিদ্বন্দ্বী ছিলেন আখতারুজ্জামান নাসির। তাকে ২০৭ ভোটে হারিয়ে বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

    ভোটাররা জানান, আমরা ২০২১ সালের পৌর নির্বাচনে টিটু ভাইকে কাউন্সিলর নির্বাচিত করেছিলাম। এ বছর ৮ জানুয়ারি তার মৃত্যু হয়। তিনি থাকাকালীন সময়ে এলাকায় উন্নয়ন হয়েছে। টিটু ভাইয়ের রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে আমরা তার স্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আমরা এতিম বাচ্চাদের ভোট দিছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী

    অনলাইন ডেস্ক: বরিশাল নগরী ঘেঁষে বয়ে যাওয়া প্রাণ ও প্রকৃতির স্নিগ্ধ স্রোতধারার কীর্তনখোলা নদী পাঁচ হাজার দখলদারের কবলে...