More

    বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই তিনটি বসতঘর, অক্ষত কুরআন শরীফ

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌর শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের ভয়াবহতার মাঝেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কুরআন শরীফ, যা স্থানীয়দের মাঝে বিস্ময় ও আবেগের সৃষ্টি করেছে।

    শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ সব মালামাল পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে কিছুই অবশিষ্ট নেই—শুধু ছাইয়ের স্তূপের মাঝখানে অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কুরআন শরীফের পাতা।

    খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ জানান, গ্রীন রোড এলাকার সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আবদুল কাদেরের বসতঘরসহ আরও দুটি ঘর আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় আরও দুইটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা লোকজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

    এদিকে, আগুনে সবকিছু পুড়ে গেলেও কুরআন শরীফ অক্ষত থাকার ঘটনাকে অনেকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন। ঘটনাস্থলে জড়ো হওয়া স্থানীয়রা বিষয়টি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।

    অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রেমিকের সঙ্গে ফোনে বাক বিতণ্ডায় সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা প্রেমিকার

    মেহেদী হাসান শান্ত, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতু থেকে প্রেমিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে নদীতে...