More

    বরিশালে ফয়জুল করীমের ওপর ‘হামলাকারী’ আটক

    অবশ্যই পরুন

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকারী ‘ব্যক্তিকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

    কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার সন্ধ্যার পর শহরের চৌমাথা এলাকা থেকে হামলাকারীকে আটক করা হয়।

    গ্রেফতারকৃত ব্যক্তির নাম স্বপন (৪৫)। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

    ওসি বলেন, আমি ইসলামী আন্দোলনের প্রার্থীকে অভিযোগ করতে বলেছি, অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমি ফয়জুল করিম সাহেবকে বলেছি, হামলাকারীদের কেউ রেহাই পাবে না। আমাদের বিশ্বাস করুন।”

    তিনি বলেন, এ ঘটনার জেরে নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য প্রার্থীদেরও অনুরোধ করা হয়েছে।

    পুলিশ কমিশনার বলেন, তারপরও কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে।

    এর আগে নগরীর ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে হাতপাখা মার্কার প্রার্থীর গায়ে হাত তোলেন বলে অভিযোগ ওঠে ফয়জুল করিম।

    ফয়জুল করিম জানান, ৩০-৪০ জন ‘নৌকা সমর্থক’ তাড়াহুড়ো করে এ হামলা চালায়। ঘুষিতে তার মুখ রক্তাক্ত।

    ভোটের পর মামলা করার ঘোষণাও দেন ইসলামী আন্দোলনের এই নেতা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...