More

    গৌরনদীতে দরিদ্র বিএনপি নেতা নূর ইসলামের চায়ের দোকান বন্ধ করা হয়েছে

    অবশ্যই পরুন

    প্রতিবেদক আবুল হোসেনঃ

    গৌরনদী উপজেলা মাহিলাড়া বাজারে যুবদলের কেন্দ্রেীয় নেতা কামরুজ্জামান দুলাল বসার কারনে স্থানিয় আওয়ামীলিগ নেতা জাকির হোসেন খলিফার কাচামালের দোকান বন্ধ করে দেয়া হয় দোষ সে বিএনপি করে।
    আজ রবিবার ১৮/০৬/২০২৩ইং সকালে উক্ত মাহিলাড়া বাজারে বিএনপি করার কারনে নুর ইসলাম গোমস্তার চায়ের দোকান বন্ধ করে দেন স্থানিয় যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী ও তার সাথে আরও কয়েকজন যুবলীগ নেতা, উক্ত চায়ের দোকান থেকে উপার্জিত টাকা দিয়ে নুর ইসলামের সংসার চলে নুর ইসলাম তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলেও তাদের মন গলেনি অপরাধ সে বিএনপি করে। তাই দোকান বন্ধ থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে...