প্রতিবেদক আবুল হোসেনঃ
গৌরনদী উপজেলা মাহিলাড়া বাজারে যুবদলের কেন্দ্রেীয় নেতা কামরুজ্জামান দুলাল বসার কারনে স্থানিয় আওয়ামীলিগ নেতা জাকির হোসেন খলিফার কাচামালের দোকান বন্ধ করে দেয়া হয় দোষ সে বিএনপি করে।
আজ রবিবার ১৮/০৬/২০২৩ইং সকালে উক্ত মাহিলাড়া বাজারে বিএনপি করার কারনে নুর ইসলাম গোমস্তার চায়ের দোকান বন্ধ করে দেন স্থানিয় যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী ও তার সাথে আরও কয়েকজন যুবলীগ নেতা, উক্ত চায়ের দোকান থেকে উপার্জিত টাকা দিয়ে নুর ইসলামের সংসার চলে নুর ইসলাম তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলেও তাদের মন গলেনি অপরাধ সে বিএনপি করে। তাই দোকান বন্ধ থাকবে।