আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালে তারুন্যের সমাবেশে যাওয়ার কারনে আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্যের উপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতা—কমীর্দের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের আমজেদ পাইকের ছেলে ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম ২৪ জুন বরিশাল বিভাগীয় বিএনপির তারুন্যের সমাবেশে যায়। তারুন্যের সমাবেশে যাওয়ার অপরাধে গতকাল সোমবার সকালে জবসেন গ্রামের ইমরানের দোকানের সামনে বসে ক্ষমতাসীন দলের যুবলীগ নেতা আলামিন, আবু বক্কর পাইক, মনির পাইকসহ ৫—৬ জনের একটি দল ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলামের উপর হামলা করে আহত করেন।
এসময় তার সাথে মৎস্যজীবী দলের নেতা পলাশ পাইক দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে উপজেলা যুবলীগ নেতা আলামিন পাইক বলেন, সে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। যার কারনে তাকে চরথাপ্পর দেওয়া হয়েছিল।