২৬ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের মামলায় পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ওসি সৈয়দ আবদুল্লাহর আগাম জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
সোমবার (২৬ জুন) চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী আজ তার হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন।
গত ২০ জুন বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে দুদকের দায়ের করা মামলায় বলা হয়, ওসি সৈয়দ আবদুল্লাহর স্ত্রী ফারহানা আক্তারের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ২৬ কোটি ৫০ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তার স্ত্রী ও শাশুড়ির নামে ১৮ কোটি ১৬ হাজার ৫৬৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে।