মো. মাহিন খান, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে ঘরে থাকা নগদ টাকা, সোনার গয়না, আসবাবপত্রসহ অন্তত ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
বাপ্পি জানান, তার মা অসুস্থ হওয়ায় কয়েকদিন আগে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে হয়। ফলে বাড়িটি খালি ছিল। “এই সুযোগে কে বা কারা গভীর রাতে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয়রা দৌড়ে এলেও আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সবকিছু পুড়ে যায়,” বলেন তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ঘরের মালামাল আর রক্ষা করা সম্ভব হয়নি। তাদের পৌঁছানোর আগেই পুরো ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এদিকে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন বলেন, “রাতে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।” স্থানীয়দের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।
