ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গ্রামের ৫০ উর্ধব মোঃ হাকিব হাওলাদর প্রতিবন্ধী নারীকে ধর্ষন করেছ। এ ব্যাপারে নলছিটি থাকায় হাবিব হাওলাদারে বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ধর্ষীত বুদ্ধি প্রতিবন্ধি কুশঙ্গল ইউনিয়নে সেওতা গ্রামের বাসিন্দা। এই প্রতিবন্ধি হাবিব হাওলাদরের প্রতেবেশী।
হাবিব হাওলাদার একই গ্রামে মৃত এস্কেন আলী হাওলাদারের পুত্র। ঝালকাঠির আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান হাবিব হাওলাদর ইতোমধ্যে দুটি বিবাহ করেছে এবং তার একজন স্ত্রী ইউপি সদস্য।তার বিরুদ্ধে ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।