ঝালকাঠিতে বিগত ১ মাসে(জুন) ৪৯টি মোইবাল কোট পরিচালিত হয়েছে। এর আওতায় ৫৮টি মামলা দায়ের হয়েছে এবং ৪৮ জনকে দন্ডিত করে ৮ লাখ ২৮ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ও ৭ জনকে বিভিন্ন মেয়াদে খন্ডকালিন কারাদন্ড প্রদান করা হয়েছে।
এর পূর্বেও মাসের(মে) ৪০টি মোবাইল কোট পরিচালিত হয়েছে ও ৫৯টি মামলা দায়ের হয়েছে। ৫৭জনকে দন্ডিত কেও ৬লাখ ৩৪হাজার টাকা জরিমানা ও ১৫জনকে খন্ডকালিন কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক গুল নিঝুমের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এই তথ্য উপস্থাপন করা হয়েছে।