More

    ঝালকাঠিতে সাধারণ জনগণ শতভাগ ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছে কিন্তু সরকারের ভূমি উন্নয়ন কর সরকারই পরিশোধ করে নাই

    অবশ্যই পরুন

    ঝালকাঠি জেলায় ২০২২—২৩ অর্থবছরে সাধারণ জনগণ শতভাগ ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেও সরকারী প্রতিষ্ঠান সরকারকেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেনি। সাধারণ দাবির বিপরীতে ১০৪% ভূমি উন্নয়ন কর পরিশোধিত হলেও সংস্থার কাছে দাবির বিপরীতে মাত্র ৫৪% ভূমি উন্নয়ন করা পরিশোধ করা হয়েছে।

    জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আওতায় থাকা জায়গা—জমির বিপরীতে ভূমি উন্নয়ন করের দাবি সংশ্লিষ্ট সরকারের প্রতিষ্ঠান সরকারের কাছে চাহিদা পাঠায় এবং প্রাপ্তি সাপেক্ষে তা পরিশোধ করেন। কোনো কোনো প্রতিষ্ঠান চাহিদা দেওয়া সত্বেও তাদের কেন্দ্রীয় পর্যায় থেকে যথারীতি ভূমি উন্নয়ন করের চাহিদার অর্থ প্রদান করা হয় না। এই অর্থ—বছরে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় সাধারণ ভূমি উন্নয়ন কর দাবির পরিমাণ ছিল ১ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৬ টাকা এবং আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৫৮৭ টাকা। সংস্থার কাছে জেলায় বকেয়া দাবি ৫৫লাখ ৭০ হাজার ৬৪৮ টাকা। চলতি অর্থ বছরে আদায় হয়েছে ৩০ লাখ ৯ হাজার ৭০৯ টাকা।

    সাধারণ দাবির ক্ষেত্রে ঝালকাঠি সদর উপজেলায় ৬০ লাখ ৮ হাজার ৮৭১ টাকা দাবির বিপরীতে ৬৫ লাখ ৬৮ হাজার ৪১১ টাকা আদায় হয়েছে এবং হার ১০৯%। ঝালকাঠি সদর উপজেলায় সংস্থার কাছে দাবির পরিমান ৪২ লাখ ৫ হাজার ৩৫৭ টাকা এবং আদায় হয়েছে ২৩ লাখ ১ হাজার ৫১৭ টাকা এর আদায়ের হার ৫৫%। নলছিটি উপজেলায় সাধারণ দাবির ক্ষেত্রে ৪৪ লাখ ৩৫ হাজার ১৫৫ টাকা দাবির বিপরীতে ৪৭ লাখ ৮১ হাজার ৭৮২ টাকা আদায় হয়েছে এবং হার ১০৮%। এই উপজেলায় সংস্থার কাছে দাবির পরিমান ৪২ লাখ ৫ হাজার ৩৫৭ টাকা এবং আদায় হয়েছে ২৩ লাখ ১ হাজার ৫১৭ টাকা এর আদায়ের হার ৫৫%।

    রাজাপুর উপজেলায় সাধারণ দাবির ক্ষেত্রে ১৯ লাখ ১৩ হাজার ১৫৬ টাকা দাবির বিপরীতে ১৭ লাখ ৬৬ হাজার ৬১১ টাকা আদায় হয়েছে এবং হার ৯২%। এই উপজেলায় সংস্থার কাছে দাবির পরিমান ৩ লাখ ৯০ হাজার ৭২৭ টাকা এবং আদায় হয়েছে ২ লাখ ৪ হাজার ৮৮৯ টাকা এর আদায়ের হার ৫৩%। কাঠালিয়া উপজেলায় সাধারণ দাবির ক্ষেত্রে ১৫ লাখ ৮ হাজার ৭৫৫ টাকা দাবির বিপরীতে ১৩ লাখ ৩৫ হাজার ৭৮৩ টাকা আদায় হয়েছে এবং হার ৮৯%। এই উপজেলায় সংস্থার কাছে দাবির পরিমান ২ লাখ ৯০ হাজার ৮৯৭ টাকা এবং আদায় হয়েছে ৯১ হাজার ৯৩ টাকা এর আদায়ের হার ৩১%।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...