More

    কলাপাড়ায় বাস উল্টে হেলপার নিহত, আহত ১৫

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: কুয়াটা থেকে ছেড়ে আসা বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ যাত্রী। আজ সোমবার দুপুরে কুয়াকাটা-কলাপাড়া সড়কের মোহাম্মদপুল নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। চালক পলাতক।
    জানা গেছে, ‘আল্লার রহমত’ নামের বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো। ১২টার দিকে বাসটি ওই এলাকায় পৌঁছলে একটি মোটর সাইকেল ও অটো রিক্সাকে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে  পড়ে যায়। এতে বাসের চালকে সহকারী মামুন ( ৩০) ঘটনাস্থলেই প্রাণহারায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়ক রাস্তা গাছ কেটে অবরোধ করে দুর্বৃত্তরা

    কালকিনি-ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে মেলকাই অংশে ঢাকা–বরিশাল মহাসড়কে শনিবার ভোরে দুর্বৃত্তরা বড় বড় গাছ কেটে ফেলে...