ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা পড়ুয়া ২সহোদর হতাহত হয়েছে। আজ সকালে গলাচিপার গোলখালী ইউনিয়রের সুহুরী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রায়হান ঢালী (১৫)। গুরুতর অবস্থায় তার ভাই মেহেদী ঢালীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা চরবাদুরা গ্রামের নিজাম ঢালীর সন্তান। স্থানীয়রা জানায়, দুই ভাই সকালে ঢাকায় যাওয়ার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলো। তাদের বহনকারী মোটরসাইকেল সুহুরী তালতলা আবাসনের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গলাচিপাগামী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছোটভাই প্রাণ হারায়। পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যান জব্দ করে চালককে আটক করা হয়েছে।