More

    পায়রা বন্দরে কয়লা নিয়ে এমভি সাগর কান্তা বিদেশি জাহাজ ভিড়েছে

    অবশ্যই পরুন

    ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য পায়রা বন্দরে ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে এবার ভিড়েছে এমভি সাগর কান্তা নামের বিদেশি জাহাজ। সোমাবার সন্ধ্যার পরে জাহাজটি বহির্নোঙরে আসে এবং মঙ্গলবার সকালে এ জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীন নোঙরে ভিড়ে। পায়রা বন্দর সূত্রে জানা যায়, গত ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎ কেন্দে্রর উৎপাদন অব্যাহত রাখার জন্য কয়লা নিয়ে আসা এটি হলো পঞ্চম জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯৮ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা ৯ দশমিক ৪৮০ মিটার।

    পায়রা বন্দরের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক বিভাগের উপ—পরিচালক মো.আজিজুর রহমান বলেন, সিঙ্গাপুর পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এক সপ্তাহ আগে ছেড়ে এসেছে। তিনি আরও বলেন, জাহাজ থেকে ৫ হাজার মেট্রিক টন কয়লা খালাসের পর জাহাজটিকে আজ মঙ্গলবার রাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জেটিতে নিয়ে যাওয়া হবে এবং বাকি কয়লা খালাস করা হবে।

    এর আগে গত ৬ জুলাই ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদর নামের একটি জাহাজ, গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের একটি জাহাজ, গত ২২ জুন ৪১ হাজার ২৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সচল রাখতে এ পর্যন্ত ১ লক্ষ ৮৮ হাজার ৯৮০ মেট্রিক টন কয়লা এসেছে। এম ভি অ্যাথেনা জাহাজে আসা কয়লা দিয়ে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্রটি ২৫ জুন পুনরায় চালু করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...