বরিশালের আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পরিসংখ্যান অফিসের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।