আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ গৌরনদী—আগৈলঝাড়া—গোপালগঞ্জ মহাসড়কের বরিশালের আগৈলঝাড়া উপজেলার মডেল মসজিদ সংলগ্ন সড়কের পাশে বাঁশ রাখার কারনে বৃহস্পতিবার বিকেলে ওই স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়। সড়কের পাশে বাঁশ রাখায় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের আদালত উপজেলার ফুল্লশ্রী গ্রামের শাহজালাল মিয়ার ছেলে বাঁশ ব্যবসায়ী আল আমিন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
আর কখনও সড়কের পাশে বাঁশ না রাখার অঙ্গিকার করেন আল আমিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, থানার এসআই নুর আলম, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী রমনী কান্ত সরকারসহ প্রমুখ।