More

    আগৈলঝাড়ায় শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পাল

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা সংগঠক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক, ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

    গতকাল শনিবার সকালে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা এনজিও সম্বনয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্তসহ প্রমুখ।

    এছাড়াও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদসহ প্রমুখ। পরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক দোয়া ও মিলাদ পরিচালনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬৩৬

    সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) অন্তত পাঁচ জন...