More

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে হেলমেটধারীদের হামলা-৬ ছাত্রলীগকর্মী আহত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার:বরিশাল বিশ্ববিদ্যালয় (ববিতে) হেলমেট ধারীদের হামলায় ৬ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

    আহতরা জানিয়েছে,গত শনিবার রাত ১১ টার দিকে রুমাল ও হেলমেট পরা অস্ত্রধারী ১৫-২০জনের একটি গ্রুপ বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। এসময় তরা বেশ কয়েকটি হলে তল্লাশি চালায়।

    পরে বঙ্গবন্ধু হলের দরজা আটকিয়ে জোরপূর্বক  তল্লাশি চালানোর সময় প্রতিবাদ করায় মুয়ীদুর  রহমান বাকি (২৮),সাইমুন ইসলাম (২৬), আয়াতুল্লাহ (২৫) সহ-৮-১০ জনের উপর মুখোশ পরা অস্ত্রধারীরা হামলা চালায়।আহতরা সকলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

    আহত শিক্ষার্থী সাইমুন ইসলাম অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মুবাশ্বির ও রিদম পূর্ব পরিকল্পিতভাবেই মুখোশ ও হেলমেট পরে তাদের উপরে হামলা চালিয়েছে।

    হামলায় আহত মুয়ীদুর রহমান বলেন, বিগত দিনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যথাযথ বিচার করা হলে  এই ধরনের হামলার ঘটনা হতোনা। তিনি দাবি করেন চরম ঝুঁকিতে রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের ঘটনা।

    হামলার ঘটনা শুনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় অনেকটা আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।

    হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.খোরশেদ আলম বলেন, পরিস্থিতি আপাতত শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
    আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...