More

    উজিরপুরে পরিবহনের চাপায় ইজিবাইক চালক নিহত

    অবশ্যই পরুন

    ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি সাকুরা পরিবহনের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হয়েছে। নিহত ইজিবাইক চালকের নাম নাসির সরদার (৩২)।

    নিহত নাসির সরদার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মৃত. নুরু মোহাম্মাদ সরদারের ছেলে। আজ শনিবার বিকেল ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়।

    এতে ইজিবাইকটি দুমরে মুচরে যায়। সংঘর্ষে গুরুত্বর আহত ইজিবাইক চালক নাসির সরদারকে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবির অডিটরিয়াম নির্মাণে খাল ভরাটের অভিযোগ, স্থানীয়দের উদ্বেগ

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন অডিটরিয়াম ভবনের কাজকে ঘিরে পরিবেশগত উদ্বেগ তৈরি হয়েছে।...