More

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর তিন মাসের কারাদন্ড

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    গতকাল বুধবার সকালে মাদক ব্যবসায়ীকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের সুধাংশ মধুর ছেলে মাদক ব্যবসায়ী রবি মধুকে ৪ পুড়িয়া গাঁজাসহ মঙ্গলবার রাত ৯টা গ্রেপ্তার করে থানার উপ—পরিদর্শক তরিকুল ইসলাম। মঙ্গলবার রাত ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেনের আদালতে মাদক ব্যবসায়ী রবি মধুকে উপস্থিত করা হলে আদালতের বিচারক তাকে তিন মাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন, থানার উপ—পরিদর্শক তরিকুল ইসলাম, অফিস সহকারী রমনী কান্ত সরকারসহ প্রমুখ। কারাদন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হানিট্র্যাপের শিকার মির্জাগঞ্জের আশ্রাফ হাওলাদার, ১ নারী গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক:  এবার হানিট্র্যাপের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ...