More

    আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও নগদ অর্থ বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের স্বাবলম্বী হওয়ার জন্য দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে।

    বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে ১৭ জন দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও ছাগল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম, সমন্বয়কারী মিঠু মধু প্রমুখ। তাদের ১৫ জনের মধ্যে ২টি করে ৩০টি ছাগল ও ২ জনকে নগদ ৫ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা বিতরণ করা হয়।

    ভবিষ্যতেও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার এই ধরনের আর্তমানবতার সেবামূলক কর্মকাণ্ড ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুরে ছাত্রলীগ নেতার ঘরে আগুন: পুড়ে ছাই অন্তত ১৫ লাখ টাকার মালামাল

    মো. মাহিন খান, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল...