আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক এইচএসসি পরীক্ষার্থীতে হলের দায়িত্বরত শিক্ষক মাথায় থাপ্পর দেওয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় ওই শিক্ষার্থী বাংলা প্রথমপত্রের পরীক্ষা সম্পূর্ন দিতে পারেনি। শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে।
ওই কেন্দ্রে বৃহস্পতিবার (১৭আগষ্ট) বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিচ্ছিল বাগধা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার। শিক্ষার্থী ফাতেমা আক্তার জানান, বাংলা প্রথমপত্রের প্রথমে এমসিকিউ পরীক্ষা শেষে সৃজনশীল পরীক্ষার সময় শিক্ষার্থীদের হাজিরা খাতায় ভুল স্বাক্ষর দেওয়ায় আমাকে ওই কেন্দ্রে দায়িত্বরত সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রভাষক রুহুল আমিন মাথায় দুটি থাপ্পর দিলে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
পরে আমাকে বাগধা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ওই শিক্ষার্থী বাংলা প্রথমপত্র পরীক্ষা সম্পূর্ন দিতে পারেনি। মাথার আঘাত গুরুতর হওয়ায় গতকাল শুক্রবার সকালে এইচএসসি পরীক্ষার্থীকে সিটিস্ক্যানের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। এব্যাপারে ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত প্রভাষক রুহুল আমিন বলেন, আমি ওই পরীক্ষার্থীকে কোন থাপ্পর দেইনি।
সে কি কারনে অসুস্থ হয়েছে তা আমি জানিনা। সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আলী আজম বলেন, আমি ওই হলের সকলের সাথে কথা বলেছি। তারা কেউ শিক্ষার্থীকে থাপ্পরের কথা বলেনি। শিক্ষার্থী মিথ্যা কথা বলছে। পরীক্ষা কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।