আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা খেলেন এক মুদি ব্যবসায়ী। পরে ইউপি সদস্যের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ওই ব্যবসায়ী।
এঘটনা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের যাদব পান্ডের ছেলে বাজারের মুদি ব্যবসায়ী এক সন্তানের জনক মৃদুল পান্ডে পার্শ্ববতীর্ বাড়ির দুই সন্তানের জননী (স্বামীর অনুপস্থিতিতে) শিল্পী শীলের সাথে রোববার গভীর রাতে পরকীয়া করতে গেলে স্থানীয়রা উভয়কে হাতে নাতে ধরে ফেলে।
এসময় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মৃদুল পান্ডেকে গনধোলাই দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য দীপংকর ঘটক মৃদুল পান্ডের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে। এধরনের ঘটনায় অভিযুক্তকে থানায় না দিয়ে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে অভিযুক্ত মৃদুল পান্ডের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য দীপংকর ঘটক বলেন, পরকীয়া করার সময় স্থানীয়রা ধরে আমার কাছে নিয়ে আসে। আমি মৃদুল পান্ডের কাছ থেকে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেই।