More

    আগৈলঝাড়ায় টিসিবির পন্য কম দেওয়ায় কার্ডধারীরা বিক্ষুব্ধ দুই ঘন্টা বন্ধ ছিল পন্য বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় টিসিবির পন্য কম দেওয়ায় বিক্ষুব্ধ হয়েছে কার্ডধারীরা। দুই ঘন্টা পন্য দেওয়া বন্ধ ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থায়তায় টিসিবির পন্য দেওয়া শুরু করা হয়। এসময় দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রান কুমার ঘটক উপস্থিত ছিলেন না। কার্ডধারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ৮০৩ জন কার্ডধারীদের মাঝে ৫ কেজি চাল, দুই কেজি সয়াবিন তৈল, দুই কেজি মশুর ডাল, ৪ শত ৭০টাকায় শনিবার বিকেলে টিসিবির পন্য বিতরণ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান অপু এন্টারপ্রাইজ।

    দুইশত কার্ডধারীদের পন্য দেওয়ার পরে কার্ডধারীদের মাপে কম দেওয়ার বিষয়টি সন্দেহ হয়। তখন কার্ডধারী সুজন বেপারী, হাবিব মল্লিক, মিজানুর রহমানসহ ১০—১৫ জনের চাল মেপে দেখা যায় ৫ কেজি চালে ৩—৪ শত গ্রাম চাল কম এবং দুই কেজি মশুর ডালে ১ থেকে দেড়শত গ্রাম ডাল কম দেওয়া হচ্ছে। এই কম দেওয়ার ঘটনায় উপস্থিত কার্ডধারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তখন ওই ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন উপস্থিত হয়ে টিসিবির পন্য দেওয়া বন্ধ করে দেন। ইউপি সদস্য আনোয়ার হোসেন টিসিবির পন্য কম দেওয়ার ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনকে জানান।

    এব্যাপারে কার্ডধারী রাংতা গ্রামের হাবিব মল্লিক বলেন, এই ঠিকাদার প্রতিষ্ঠান যতবার মালামাল দিয়েছে, ততবারই কম দিয়েছে। টিসিবির পন্য কম দেওয়ায় আমাদের সন্দেহ হয়। তখন চাল ও ডাল মেপে কম পাওয়া যায়। এব্যাপারে ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, চাল ও ডালে কম দেওয়ার ঘটনা কার্ডধারীরা আমাকে জানান। আমি গিয়ে চাল ও ডাল মেপে ৩—৪ শত গ্রাম চাল কম ও ডালে ১ থেকে দেড়শত গ্রাম কম পেয়ে পন্য দেওয়া বন্ধ করে দেই।

    আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনকে জানাই। দুই ঘন্টা বন্ধ থাকার পরে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের নির্দেশে টিসিবির পন্য দেওয়া আবার শুরু করা হয়। এব্যাপারে ওই স্থানে পন্য দেওয়ার দায়িত্বে থাকা উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক বলেন, আমার জ্বর থাকা ও বৃষ্টি হওয়ার কারনে আমি যেতে পারিনি। এব্যাপারে টিসিবির পন্য সরবরাহকারী অপু এন্টারপ্রাইজের মালিক অপু কয়েকটি কার্ডধারীর পন্য কম হওয়ার সত্যতা স্বীকার করে বলেন আমি এর জন্য দুঃখিত।

    পরবতীর্তে আর কোন কার্ডে কম দেওয়া হবে না বলে জানান তিনি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। সঠিক ভাবে মেপে দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া টিসিবির পন্য সরবরাহকারী অপু এন্টারপ্রাইজের মালিকের লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাঙ্গাবালীতে মৎস্য অফিস ও নৌপুলিশের অভিযানে ট্রলি বোট আটক, গ্রেপ্তার-৩

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নৌ পুলিশ চরমোন্তাজ ফাঁড়ির সহায়তায় মৎস্য বিভাগ রাঙ্গাবালী ও গলাচিপার যৌথ অভিযানে একটি অবৈধ ট্রলি...