More

    ২১আগষ্ট গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবিতে আগৈলঝাড়ায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ  ১৫ আগস্টের কুশিলবদের সাথে ২১ আগস্ট গ্রেনেড হামলার কুশিলবদের বিচারের রায় অবিলম্বে কার্যকর এবং জিয়ার সাথে মোস্তাকের মরনোত্তর বিচারের দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলার প্রতিবাদে গতকাল সোমবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাঙ্গাবালীতে মৎস্য অফিস ও নৌপুলিশের অভিযানে ট্রলি বোট আটক, গ্রেপ্তার-৩

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালীতে নৌ পুলিশ চরমোন্তাজ ফাঁড়ির সহায়তায় মৎস্য বিভাগ রাঙ্গাবালী ও গলাচিপার যৌথ অভিযানে একটি অবৈধ ট্রলি...