More

    উজিরপুরে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত।

    অবশ্যই পরুন

    রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কারস ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন স্কুল প্রোগ্রামের আয়োজনে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনার উপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সোমবার বার বেলা ১২.০০ মিঃ উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে, বিদেশ ফেরত অভিবাসীদের নিরাপদ অভিবাসনের নানা বিষয় তুলে ধরেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোঃ সাগর হাওলাদার তিনি বলেন-ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচার রোধে কাজ করে আসছে।

    এই প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ এবং ভুক্তভোগীকে জরুরি সাহায্য প্রদানসহ নানা ধরনের আইনি সহায়তা প্রদান করা হয়।

    পাশাপাশি, ব্র্যাক মাইগ্রেশন, সরকার ও সমমনা প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে নীতি নির্ধারণীসংক্রান্ত কাজ করে চলছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুর রহমান ও মোঃ জাহিদ সাহেব,অত্র ইউনিয়নের ভলান্টিয়ার মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চালককে কুপিয়ে এলপি গ্যাসের সিলিন্ডার লুট

    মাদারীপুর থেকে একটি ট্রাকের চালককে কুপিয়ে লুট করা ৪৬২টি খালি এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আশুলিয়ার গকুলনগর টানপাড়া...