সরদার সোহেল উজিরপুর প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে নিখোঁজ মেহেদী হাসান বেপারী (২২) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ তিনদিন পরে উদ্ধার করেছে উজিরপুর পুলিশ। ওই যুবক উপজেলার ওটরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মশাং গ্রামের কাসেম বেপারীর পুত্র। ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় জনসাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার দেখা দিয়েছে। ঘটনা সুত্র থেকে জানাগেছে ৩০ আগষ্ট উপজেলার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব দিকে রাবেয়া বেগমের বসত ঘরের পাশে পরিত্যক্ত স্থানে লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে তারা লাশ উদ্বার করে। খবর পেয়ে মেহেদীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে। উল্লেখ্য গত ২৮ আগষ্ট থেকে ওই যুবক নিখোঁজ ছিল।
এ বিষয়ে ২৯ আগষ্ট মেহেদীর বাবা উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। লাশের প্রাথমিক সুরতাহালকারী কর্মকর্তা উজিরপুর পুলিশের এস আই শফিকুল ইসলাম জানান মৃতদেহের বিভিন্ন স্থান নাক গলা অন্ডকোষে আঘাতের চিহ্ন দেখে অনুমান করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। এলাকাবাসী জানিয়েছে নিহত মেহেদী অববিবাহিত গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করতো তবে মেহেদীর ক্ষতবিক্ষত লাশ দেখে বলেন পূর্ব শত্রুতার জেরে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। পুলিশ এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবী করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কামরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন।