আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে দাড়িয়া বাড়িতে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় শোক দিবসে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সহ—সভাপতি লিটন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, আয়োজক ছরোয়ার দাড়িয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
আলোচনা শেষে ১৫ আগষ্ট শাহাদাৎবরণকারী নিহত সকল শহীদদের স্মরনে দোয়া— মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ ও গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান।