More

    উজিরপুর বামরাইল ইউনিয়নে হতদরিদ্রের নামে বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

    অবশ্যই পরুন

    মোঃ কাওছার হোসেন, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধামসর ডিলার পয়েন্টে হতদরিদ্র্যের নামে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসেবে ১৫ টাকা দরের ৩০কেজি চাল এর পরিবর্তে ২৮ কেজি দেওয়া সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইউপি সদস্য মোঃ জাকির হোসেন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ থেকে জানা যায়, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ৯ নং ওয়ার্ডের মোঃ রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ কালাম হোসেন হাওলাদার বিগত ৬ বছর যাবত হতদরিদ্র্যের খাদ্য সহায়তার ডিলারশিপ পরিচালনা করে আসছে। গত ২৯ আগস্ট বুধবার চাল বিতরণের সময় সুবিধাভোগীদের কে বরাদ্দকৃত ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি করে চাল বিতরণ করেন।

    ওজনে চাল কম দেওয়ার বিষয়ে ডিলার কালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে খাদ্যগুদাম থেকে চাল কম দেয় তাই আমরাও কম দেই। এছাড়া তিনি দোকান ভাড়ার টাকার পরিবর্তে হতদরিদ্র্যের চালের বিনিময় ভাড়া পরিষদের তথ্য প্রমাণের ভিডিও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পেশ করেন।

    দোকান মালিক শরৎচন্দ্র হালদার জানান,আমার চাল কিনে খেতে হয় তাই, ডিলার আমাকে ১৫ কেজি চাল দিয়েছে তাই আমি ভাড়ার পরিবর্তে নিয়েছি। এমনকি তিনি পাঁচ জন হতদরিদ্র্যের কার্ড জমা নিয়ে গায়েব করে তার পরিবর্তে কালো চাল বাজার বিক্রির অভিযোগ রয়েছে।

    হতদরিদ্র্যের মাঝে চাল বিতরণের সরকারি কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার সোহেল এর কাছে জানতে চাইলে তিনি জানান চাল দেওয়ার বিষয়, ডিলার আমাকে কোন তথ্য দেয়নি, তিনি অসৎ উদ্দেশ্যে এই কাজটি করে যাচ্ছেন। লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর কাছে জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দলীয় সেঞ্চুরির আগেই ৮ উইকেট নেই বাংলাদেশের

    সিরিজ রক্ষার ম্যাচে আফগানিস্তানকে ১৯০ রানে থামালেও ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটাররা। যেখানে ৯৯ রানে ৮...