আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মোবারক আকনের মেয়ে রুবি আক্তার (১৬) শুক্রবার ভোর রাতে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রুবি আক্তারের মা রাহিমা বেগম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে আমার মেয়ে রুবি আক্তারের সাথে ঝগড়া হয়েছিল।
তাই সে অভিমান করে হয়তো আত্মহত্যা করতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকালে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক শফিউদ্দিন গলায় ফাঁস দেয়া যুবতী রুবি আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য রুবি আক্তারের লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।